শিক্ষা

কারিগরি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান করবে সরকার

দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্বমানের কারিগরি শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন ট্রেডের শিক্ষকদের আলাদা প্রশিক্ষণ প্রতিষ্ঠান করতে যাচ্ছে সরকার।

বৃহষ্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট (আইডিইবি) ভবনে ভোকেশনাল শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী একথা জানিয়েছেন।

উপমন্ত্রী বলেন, ‘দেশের মানব সম্পদের অপচয় রোধ করতে হলে শিক্ষার্থীদের একটি বড় অংশকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান শ্রম বাজারের চাহিদা পূরণ করতে হলে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারিগরি শিক্ষা ক্ষেত্রে সরকার ঘোষিত লক্ষ্য পূরণ করতে হলে প্রয়োজন হবে বিপুল সংখ্যক শিক্ষক। কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ আরো কার্যকর করতে পৃথক একটি আধুনিক কারিগরি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান করা হবে। ’

মহিবুল হাসান চৌধুরী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটাতে মনিটরিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, সরকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্ল্যা, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব কুমার।

 

ঢাকা/ইয়ামিন/সাজেদ