শিক্ষা

হাবিপ্রবিতে ৩২৩ আসন ফাঁকা, পেছানো হলো ওরিয়েন্টেশন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশনের তারিখ পেছানো হয়েছে।

আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

প্রথম বর্ষের ভর্তিতে নির্ধারিত আসন সংখ্যা পূরণ না হওয়ায় ৮ দিন পেছানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. খালিদ হোসেন।

এর আগে গত ২ থেকে ৫ ডিসেম্বর হাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৫ থেকে ৭ জানুয়ারি মেধায় এবং ১৩ ও ১৪ জানুয়ারি অপেক্ষমানদের (১ম ওয়েটিং লিস্ট) ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তবে প্রথম ওয়েটিং লিস্ট থেকে ভর্তির পরও ২০০৫ আসনের বিপরীতে ৩২৩টি আসন ফাঁকা রয়েছে। যার মধ্যে এ ইউনিটে ৫৬টি, বি ইউনিটে ২২৩টি, সি ইউনিটে ১১টি এবং ডি ইউনিটে ৩৩টি আসন ফাঁকা রয়েছে।

এদিকে ফাঁকা আসন পূরণের লক্ষ্যে আগামী ২০ জানুয়ারির মধ্যে ২য় অপেক্ষায়মান তালিকা ও ২য় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়াও আগামী ২৮ জানুয়ারি থেকে ক্লাস শুরুর কথা রয়েছে।

 

হাবিপ্রবি/সোয়াদ/মাহি