শিক্ষা

চবি ছাত্রলীগের ২০ নেতা-কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগের একাংশ নেতা-কর্মীরা।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা কাটাকাটিকে কেন্দ্র করে বুধবার বিকেলে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় এবং সিএফসি গ্রুপ। এই ঘটনায় উভয় গ্রুপের তিনজন আহত হন। ঘটনার পর রাতে পুলিশ দুটি হলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে। হল থেকে উদ্ধার করা হয় কয়েক বস্তা পাথর।

এদিকে এই সংঘর্ষের পর আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অবরোধ পালন করছে ছাত্রলীগের বিজয় গ্রুপ। তারা সকালে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়। রেজাউল/বুলাকী