শিক্ষা

রাজশাহী বোর্ডে এসএসসিতে ৩০০০ পরীক্ষার্থী কমেছে

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় রাজশাহী বিভাগের আট জেলা থেকে এবার প্রায় ২ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। তবে গত বারের তুলনায় এবারে কমেছে ৩ হাজার পরীক্ষার্থী।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৫৮৬ জন। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে প্রায় ১০ হাজার শিক্ষার্থী বাড়লেও ২০২০ সালে এসে পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় ৩ হাজার কমেছে। ফলাফলে গত বছর রাজশাহী বোর্ড দেশসেরা হয়েছিল।

এবারও ভালো ফলাফলের আশা করে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোকবুল হোসেন বলেন, বিভাগের আট জেলায় এবার ২৬০টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারও প্রশ্ন ফাঁসরোধে তারা সতর্ক রয়েছেন। তানজিমুল হক/বকুল