শিক্ষা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কমিউনিটি পুলিশিংয়ের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে ১২০ জন অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে তারা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি, বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. সাদি, কমিউনিটি পুলিশিং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা রওনক রায়হান ও কমিটির সদস্যবৃন্দ।

কমিউনিটি পুলিশিং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল মুন্না বলেন, ‘আমরা এই শীতে অসহায় মানুষকে খুশি করতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেই, কমিটির সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও আমাদের অর্থ দিয়ে সহায়তা করে। সবার সহযোগিতায় প্রথমবার সফলভাবে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হয়েছে। আমরা ভালো লাগা থেকে এসব কাজ করছি, ভবিষ্যতে এ শাখার কাজের পরিধি আরো বাড়বে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়/আতিক/মাহি