শিক্ষা

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন শিথিল

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউ‌জি‌সি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের আজ ১৬তম দিন।

শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে আগামী ৫ মার্চ পর্যন্ত তাদের আন্দোলন শিথিল করেছে।

এই সময়ের মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া না হলে ঢাকায় ইউজিসি ভবন ঘেরাওসহ আমরণ অনশন শুরু করার ঘোষণা দেয় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক।

তিনি বলেন, ‘ইউজিসি থেকে তদন্ত কমিটি গঠন করায় আগামী ৫ মার্চ পর্যন্ত আদের আন্দোলন শিথিল করা হয়েছে। ইতোমধ্যে আমরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছি। ৫ মার্চের মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া না হলে ঢাকায় ইউজিসি ভবন ঘেরাওসহ আমরণ অনশন করা হবে।’ বাদল/মাহি