শিক্ষা

দ্বিতীয় শিফট চালুর দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে দ্বিতীয় শিফট চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।

এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে বেলা ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

পরে এক পর্যায়ে তারা ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

পরে খবর পেয়ে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষকেরা অনুরোধ করলে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পলিটেকনিক ইনিস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী বাধন হালদার জানান, শিক্ষকেরা বিকেলের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শিক্ষার্থীদেরকে ভাল কোনো সংবাদ জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তা না হলে, আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। বাদল/বুলাকী