শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ গাছ লাগানোর নির্দেশ

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে অনবদ্য ও স্মরণীয় করে রাখতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে বৃক্ষরোপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশির মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ শিক্ষকদের তত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এবং নিকটবর্তী সুবিধাজনক স্থানে ১০০টি ফলজ, বনজ, ভেষজ ও ফুল গাছ রোপন করতে হবে।

১৭ মার্চের আগে প্রতিটি প্রাত্যহিক সমাবেশে বৃক্ষরোপন এবং পরিবেশ সংরক্ষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরে শিক্ষকরা তথ্য সমৃদ্ধ বক্তব্য পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ইতিমধ্যে প্রেরিত মুজিববর্ষে ‘অনড় পণ- পরিবেশের সংরক্ষণ’ নামে প্রজেক্টের কার্যক্রমের অংশ হিসেবে ১৭ মার্চের আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপরনের ভূমিকা বিষয়ে অবহিত ও সচেতন করতে হবে।

এই কর্মসূচির ভিত্তিতে একটি করে ডকুমেন্টারি তৈরি করে মাউশিতে পাঠানোর জন্যও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা/হাসান/সাইফ