শিক্ষা

ঢাবি উপাচার্যের নামে ফেসবুকে ভুয়া পেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর নামে ফেসবুকে ভুয়া পেজ খোলার অভিযোগ উঠেছে।

তবে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানিয়েছেন,তার নিজের নামে ফেসবুক আইডি থাকলেও ভিসির নামে কোনো আইডি নেই।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ওই আইডি যে তৈরি করেছে তাকে শনাক্ত করেছি। সে আমাদেরই ছাত্র। তার নাম আরাফাত হোসেন ভূঁইয়া। এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।’

পরে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করতে পারে জানান তিনি।

প্রক্টর বলেন, ‘ওই পেইজ থেকে কোনো বিভ্রান্তিকর তথ্য দিলে সেটি যেন কেউ বিশ্বাস না করে। আমরা শিগগিরই পেইজটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছি।’

সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ঢাকা/ইয়ামিন/জেনিস