শিক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  রোববার (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী এপ্রিল মাসের প্রথম দিকে নতুন রুটিন জানানো হবে। এর আগে রোববার (২২ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে। ১৮ মার্চ (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।  এদিকে করোনাভাইরাস রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে সব কোচিংও বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা /ইয়ামিন /এসএম