শিক্ষা

গাইড বই পড়ানো বা বিক্রির তথ্য অনলাইনে দেওয়ার পরামর্শ

প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে কোনো গাইড বই পড়ানো বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

কেউ এ কাজে জড়িত থাকলে তার তথ্য অনলাইনে দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়টি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, সরকার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকের গাইড, নোট বই, শিক্ষা সহায়িকা ব্যবহার নিষিদ্ধ করেছে।  এরপরও প্রাথমিক শ্রেণির জন্য রচিত ও প্রকাশিত বিভিন্ন গাইড নোট বই/শিক্ষা সহায়িকা কেউ বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যদি কারো কাছে এ বিষয়ে তথ্য থাকে তারা প্রমাণসহ অনলাইনে (www.grs.gov.bd) তথ্য দিতে পারবে।  তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা/ইয়ামিন/জেডআর