শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ছুটি বৃদ্ধি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছুটির মেয়াদ আগামী ৯ এপ্রিল পর্যন্ত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।

অফিস আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক জারিকৃত পত্রের আলোকে (সূত্র-ইউজিসি/প্রশা/৪(৪)/৭৩/১১-১/২১৪৪,তারিখ-২৪.০৩.২০২০) এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে, বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ পানি, বিদ্যুৎ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকাণ্ড এ আদেশের বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যমক্রম এবং ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকার আদেশ দেওয়া হয়েছিলো। বাদল সাহা/সনি