শিক্ষা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই দিনের বেতন দিবেন ঢাবি শিক্ষকরা

করােনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা তাদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাে. নিজামূল হক ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের সদস্য ছাড়াও প্রায় শতাধিক শিক্ষকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সমিতির নেতারা।

‘চারদিকে যখন সবাই গৃহাভ্যন্তরে দিন কাটাচ্ছি, এ সময় এই মানবিক সহায়তার সঠিক প্রয়ােগ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা প্রদান করাই যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি। এ অর্থ আগামী ৪ মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কর্তন করা হবে।’

‘অনিবার্য কারণে যদি কেউ এ অর্থ প্রদানে অপারগ অথবা অনিচ্ছুক হন তবে হিসাব পরিচালক (মােবাইল নম্বর: ০১৭১৫-৭০০৫৪০) বরাবরে আগামী ৫ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জানিয়ে অর্থপ্রদান থেকে বিরত থাকতে পারবেন। আবার কেউ যদি দুই দিনের বেতনের বেশি অর্থপ্রদান করতে চান, তবে হিসাব পরিচালককে জানিয়ে তাও করতে পারবেন।’

বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সদস্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে শিক্ষক সমিতির সাধারণ সভা আহ্বান করা যাচ্ছে না, পরবর্তীকালে যথােপযুক্ত সময় এলে সাধারণ সভা আহ্বান করে  বিষয়টি আমরা আপনাদের অবহিত করবাে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈশ্বিক বিপর্যয়কালে এই মানবিক সহযােগিতা প্রদানের মাধ্যমে আমরা সংবেদনশীলতার সঙ্গে এ কথাই প্রকাশ করতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

ঢাকা/ইয়ামিন/টিপু