শিক্ষা

সরকারকে পাশে চায় ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানগুলো

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বন্ধ রয়েছে। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা সঙ্কটে রয়েছে।

এ অবস্থায় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে পাশে থাকার অনুরোধ জানিয়েছে ইংরেজি মাধ্যম স্কুলের সংগঠন ইংলিশ মিডিয়াম স্কুলস এসোসিয়েশন অব বাংলাদেশ (এমসাব)।

শনিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে লিখিত আবেদন করেন এসোসিয়েশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত।

তিনি বলেন, ‘প্রায় ১০ লাখ উচ্চশিক্ষিত লোক এই শিক্ষাব্যবস্থায় জড়িত। যারা পুরোপুরিভাবে শিক্ষার্থীদের বেতনের ওপর নির্ভরশীল। করোনা-সঙ্কটে স্কুল বন্ধ থাকায় তাদের থেকে বেতন আদায় করা সম্ভব হচ্ছে না। ফলে স্কুলের বাড়িভাড়াসহ সামগ্রিক ব্যয়ভার চালানোর সক্ষমতা এখন তাদের নেই। এই দুর্যোগকালে আমরা সরকারকে পাশে চাই। দেশের ইংরেজি মাধ্যমের স্কুলের জন্য সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ নেই। এই সঙ্কটে সরকারের পক্ষ থেকে বরাদ্দ থাকলে কয়েক মাস চলা যেত। কিন্তু এখনও সেটাও সম্ভব হচ্ছে না।’

তাই সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে ইংরেজি মাধ্যমকে অর্ন্তভুক্ত করার আহ্বান জানান তিনি। ঢাকা/ইয়ামিন/সনি