শিক্ষা

মেস ভাড়া মওকুফ দাবি

করোনাকালে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করে সরকারি প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তিতুমীর কলেজ শাখা।

বুধবার (৬ মে) তিতুমীর কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস গেটে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায়ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।

মানববন্ধনে কলেজ শাখার আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক আনারুলইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহামারি কালীন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় মেস ভাড়া পরিশোধ করার জন্য বাড়িয়ালারা ছাত্রদের ওপর চাপ সৃষ্টি করছে। আবার সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কোনও আলোচনা নেই।

মানববন্ধন থেকে মেস ভাড়া মওকুফ করে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, মহামারি কালীন শিক্ষার্থীদের যাতে করে কোনও হয়রানির শিকার না হতে হয়,এজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া ও শিক্ষার্থীদের জন্য ৬ মাসের রেশন দেওয়া এবং কোনও শিক্ষার্থী করোনায় আক্রান্ত্র হলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

মামুন/সাইফ