শিক্ষা

করোনা মোকাবিলায় সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তাদের তালিকা চেয়েছে মাউশি

করোনা মোকাবিলায় প্রশাসনের কাজে সম্পৃক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৩১ মে’র মধ্যে ই-মেইলে এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

শনিবার (২৩ মে) এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কোনো দপ্তর বা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি ইমেইলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তালিকা পাঠানোর প্রয়োজন নেই। আঞ্চলিক পরিচালকরা নিজ অঞ্চলের দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত তালিকা প্রস্তুত করতে হবে। এরপর ওই তালিকা নিজ দপ্তরের ইমেইল থেকে মাউশিতে পাঠাতে হবে। ইয়ামিন/এনই