শিক্ষা

এমপিও নীতিমালা সংশোধনের দাবি

এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনসহ  সরাসরি ৮ম থেকে ৭ম গ্রেডে বেতন   দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।

একইসঙ্গে কম্পিউটার (আইসিটি) শিক্ষক যারা ছয় মাসের কোর্স করে হাইকোর্টের আদেশ নিয়েও দীর্ঘদিন এমপিওভুক্ত হতে পারছেন না তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বরাবর এ আবেদন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

এ সময় তারা আরও কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করতঃ জুনিয়র স্কুলের প্রধান শিক্ষকদের অকারণে হয়রানি না করে সরাসরি ৮ম থেকে ৭ম গ্রেডে বেতন দেওয়ার ব্যবস্থা করা।

কম্পিউটার শিক্ষক যারা ছয় মাসের কোর্স করে হাইকোর্টের আদেশ নিয়েও দীর্ঘ দিন এমপিওভুক্ত হতে পারছে না তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

শিক্ষকদের অভিজ্ঞতার ঘাটতির বিষয়ে কেইস টু কেইস সমাধান করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে আসন্ন বাজেটে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এক সঙ্গে জাতীয়করণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা।

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে আগামী বাজেটে বরাদ্দ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এমপিওভুক্তিতে হয়রানি বন্ধে ৯টি অঞ্চলের উপ পরিচালকে একটি বিশেষ আদেশ দেওয়া।

শিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের জন্য একটি মানবিক ইউনিট চালু করতে হবে।

ইয়ামিন/এসএম