শিক্ষা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩১ মে) ফেসবুক লাইভের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যখনই আমরা মনে করবো পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, তখনই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবো। এক্ষেত্রে পরীক্ষার্থীদের অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দেওয়া হবে।

তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। কিন্তু এ মুহূর্তে সেটি সম্ভব না। যার কারণে করোনা পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গত পারে হার ৮৭.৮৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। পাসের হারের দিক থেকে ছেলেদের থেকে মেয়েরা এবারও এগিয়ে। তবে পরীক্ষা ছেলেরাই অংশগ্রহণ বেশি করেছিল। ইয়ামিন/এসএম