শিক্ষা

দাখিলে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

চলতি বছরের দাখিল পরীক্ষায় ৮২ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের এই হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ।

এবার মাদরাসায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫১৬ জন।  গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী।

ফলাফলে দেখা যায়, দাখিলে পাসের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

রোববার (৩১ মে) বেলা ১১টায় ফেসবুক লাইভে এসে ফলের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ১১০টি মাদরাসা থেকে শুধু দাখিলের পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন।  এদের মধ্যে পাস করেছে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

এদিকে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী।  গত বছর পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। 

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।  গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। ইয়ামিন/জেডআর