শিক্ষা

মাদরাসা শিক্ষকদের সম্মানী যাবে ব্যাংকে

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষক, নিরীক্ষক, প্রশ্ন মডারেটরসহ দায়িত্ব পালনকারী শিক্ষকদের সম্মানীর টাকা চেকের পরিবর্তে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ১০০ টাকা জমা দিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর ২০ টাকা ভ্যাটের বিনিময়ে শিক্ষকদের সম্মানী যার যার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। চেকের মাধ্যমে শিক্ষকদের আর সম্মানী দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অনেক শিক্ষক আমাদের কাছে তাদের অ্যাকাউন্ট নম্বর পাঠিয়েছেন। যারা পাঠাননি তাদেরকে দ্রুত পাঠানোর অনুরোধ করছি। এক্ষেত্রে অবশ্যই সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নম্বর বোর্ডে পাঠাতে হবে।

এর আগে ২০১৮, ২০১৯ সালের জেডিসি ও ২০২০ সালের দাখিল পরীক্ষার দায়িত্বপালনকারী শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল মাদরাসা শিক্ষা বোর্ড।