শিক্ষা

ঈদের আগেই ছাড়া হলো এমপিওভুক্ত শিক্ষকদের বেতন

ঈদের আগেই ছাড়া হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে।

আগামী ১০ আগস্ট পর্যন্ত তারা এ বেতন তুলতে পারবেন।