শিক্ষা

ঢাবি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়া শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি দেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিষয়টির সার্বিক তদারকি করছে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইডি দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি দেওয়া হবে।

তিনি বলেন, বিভাগ থেকে শিক্ষার্থীদের ফর্ম দেওয়া হচ্ছে। এরপর সবাই তা পূরণ করার পরপরই অফিসিয়াল ই-মেইল দেওয়া হচ্ছে। এজন্য ঢাবি প্রশাসনকে ধন্যবাদ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাতিষ্ঠানিক ই-মেইল এর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুমোদন দিয়েছেন।