শিক্ষা

আবরার স্মরণে পলাশীতে স্মৃতিস্তম্ভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করেছেন শিক্ষার্থীরা। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশীর মোড়ে এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে আখতার হোসেন বলেন, আবরারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ।  আবরার বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।