শিক্ষা

আবরার স্মরণে ফের নির্মাণ করা হবে ‘আট স্তম্ভ’

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্র আবরার ফাহাদের স্মরণে বুয়েট সংলগ্ন পলাশী চত্বরে নির্মাণ করা হয়েছিল ‘আট স্তম্ভ’। তবে অনুমতি না নেওয়ায় তা ভেঙে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফের ওই স্তম্ভ নির্মাণ করবে আবরার ফাহাদ স্মৃতি সংসদ।

স্তম্ভ নির্মাণে নেতৃত্বদানকারী ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেছেন, ‘আবরারের স্মৃতি রক্ষার্থে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যেগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। যতবার তারা এটা ভাঙবে, আমরা ততবার তা নির্মাণ করব।’

তিনি বলেন, ‘আট স্তম্ভে তুলে ধরা হয়েছিল—সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও আগ্রাসন নির্মূলের কথা। এ দেশের ছাত্র-জনতা শিক্ষাঙ্গনে সন্ত্রাস মেনে নেবে না।’

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করা হয়। বুধবার ভোরে নির্মাণকাজ সম্পন্ন হয়। স্তম্ভটির নামকরণ করা হয় ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ' । স্মৃতিস্তম্ভের ফলকে লেখা হয়, ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ওই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়।