শিক্ষা

টানা অনশনে অসুস্থ ঢাবির সেই ছাত্রী

ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের (ঢাবি) সেই ছাত্রী। রাজু ভাস্কর্যের সামনে টানা তিন দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসাসেবা দিয়েছে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের একটি চিকিৎসকদল।

চিকিৎসক শেখ মো. আল আমিন জানিয়েছেন, টানা তিন দিন না খেয়ে থাকায় ওই শিক্ষার্থীর রক্তচাপ কমেছে। বমি হচ্ছে। তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থী।

তিনি বলেছেন, ‘ধর্ষণের বিচারের দাবিতে অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। ধর্ষণ মহামারিতে পরিণত হয়েছে। আমিও একজন ভুক্তভোগী। লালবাগ ও কোতয়ালী থানায় মামলা করেছি। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’