শিক্ষা

বেতন নেওয়ার প্রতিবাদে রূপনগর সড়কে অভিভাবকরা

করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও বেতন নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুরের রূপনগরের প্রধান সড়কে বিক্ষোভ করছেন অভিভাবকেরা। মনিপুর স্কুলে এই বেতন নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে অভিভাবকরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।   অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে বলেন, বেতনের প্রতিবাদে অভিভাবকরা সড়ক অবরোধ করছেন। অভিভাবক ও স্কুল প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, শনিবার দুপুর ১২টার পর অভিভাবকরা মনিপুর স্কুলের সামনের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করে জানান, করোনার সময় স্কুল বন্ধ থাকলেও বেতন বন্ধ নেই। আর অনলাইনে যে ক্লাস করা হয়, তা নিয়মিত হচ্ছে না। অথচ নিয়মিত বেতন আদায়ের জন্য তারা বিভিন্ন সময় বলে আসছে। এটা অমানবিক।