শিক্ষা

শিগগিরই ১৬তম নিবন্ধনের ফল 

বেসরকারি শিক্ষক নিয়োগের ১৬তম নিবন্ধনের ফল শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কাজ করছে। শিগগিরই এ ফল প্রকাশ করা হবে।’ সম্প্রতি ১৬তম নিবন্ধনের ফল ও গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দালনে নেমেছে নিয়োগপ্রত্যাশীরা। তাদের দাবি, পরীক্ষার এক বছর অতিক্রম করলেও এখনও ফল প্রকাশ করা হচ্ছে না। এছাড়া, দুই বছর ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে না এনটিআরসিএ।

এর আগে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আকরাম হোসেন বলেন, ‘১৬তম নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়াদের রেজাল্ট অনেক আগেই প্রস্তুত করে রাখা হয়েছে। শিক্ষামন্ত্রীর সম্মতি না পাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। মন্ত্রীর অনুমতি ছাড়া ফল প্রকাশ করা হবে না।’