শিক্ষা

সংসদ টেলিভিশনে আগামী সপ্তাহে হবে মাধ্যমিকের যেসব ক্লাস

করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। রোববার (১ নভেম্বর) শুরু হবে আগামী সপ্তাহের ক্লাস। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ক্লাস রুটিন প্রকাশ করেছে

স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সে নির্দেশ প্রতিপালন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে সহযোগিতা করছে এটুআই ও ব্যানবেইস।

টিভিতে প্রতিটি ক্লাসের পর দেওয়া হয় বাড়ির কাজ। প্রতিটি বিষয়ে আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে আগামী ১ নভেম্বর এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান শুরু হবে। শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেটার ভিত্তিতে শিক্ষার্থীদের পরের ক্লাসের জন্য মূল্যায়ন করা হবে।