শিক্ষা

ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী রণজিৎ দাস চৌহান মারা গেছেন।

রোববার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রণজিৎ দাস সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব‌্যাচের শিক্ষার্থী ছিলেন।

শহীদ রফিক জব্বার হলের এই শিক্ষার্থী জাবির সাংস্কৃতিক সংগঠন ‘সিনে সোসাইটি’র সাধারণ সম্পাদক ছিলেন।

ঢামেক হাসপাতালের কর্তব‌্যরত চিকিৎসক জানান, রণজিৎ দাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। একটি মানুষের নিঃশ্বাস নেওয়া জন‌্য কমপক্ষে ১৫ হাজার প্লাটিলেট থাকার প্রয়োজন হয় কিন্তু তার ছিলো মাত্র পাঁচ হাজার প্লাটিলেট।

রণজিৎ দাসের বন্ধু সাইফুল ইসলাম পরশ বলেন, ‘গত ১৪ নভেম্বর রণজিৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে কুমিল্লার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক‌্যালে নেওয়া হয়। ঢামেকে নেওয়ার ৪০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় রণজিৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’