শিক্ষা

বিজয় দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

মহান বিজয় দিবস উদযাপনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসব অনুষ্ঠান আয়োজন করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে অনলাইনে, ডাকযোগে বা ই-মেইলে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ‌্য জানা গেছে।

ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে। সব মাদ্রাসাকে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় অনলাইনে রচনা প্রতিযোগিতার আয়োজনসহ ভার্চুয়ালি বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে।