শিক্ষা

পরিস্থিতি স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট থাকবে

করোনা পরিস্থিতিতে পরীক্ষার মাধ্যমেও ছাত্র-ছাত্রীদের শেখার সুযোগ তৈরি হয়েছে।  এই বিষয়কে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তাই, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট ব‌্যবস্থা রাখার পক্ষে সরকার।  

এই বিষয়ে শুক্রবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক মোবাইলফোনে বলেন, ‘শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান শেষে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টি খুব কার্যকর হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন অব্যাহত রাখবো।’

এর আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ৩০ কার্যদিবসের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরই আলোকে সপ্তাহে তিনটি করে অ্যাসাইমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়।