শিক্ষা

 আন্তর্জাতিক মান নেই যেসব বিশ্ববিদ্যালয়ে

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের আন্তর্জাতিক মান বজায় নেই দেশের ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির ৪৬তম প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হয়। ৪৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অনুপাত বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে এ মানদণ্ড বজায় রাখতে ব‌্যর্থ হয়েছে ৪৪টি বেসরকারি বিশ্ববিদ‌্যালয়।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ‌্যান্ড সায়েন্সে অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ‌্যা ৬ হাজার ৯১৬ জন। এর বিপরীতে পাঠদানে নিয়োজিত রয়েছেন ১৫১ জন শিক্ষক। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ১:৫৬।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ‌্যান্ড সায়েন্সের পরের অবস্থানে রয়েছে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯২৩ জন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ৬০ জন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টি শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত দাঁড়ায় ১:৪৯।

শিক্ষক শিক্ষার্থীর গড় অনুপাতে পিছিয়ে থাকাদের তালিকায় এর পরের অবস্থানে রয়েছে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩১৭ জন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ২৮ জন। সে হিসেবে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত দাঁড়ায় ১:৪৭।

এর পরের অবস্থানে রয়েছে গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টি শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ১:৩৯। এর পরের অবস্থানে রয়েছে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ বিশ্ববিদ্যালয় দুটোর শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ১:৩৮ এবং ১:৩৬।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের আন্তর্জাতিক মান না থাকা অন‌্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ‌্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি;

ইস্টার্ন ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ‌্যান্ড টেকনোলজি, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদশ ইসলামী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের আন্তর্জাতিক মান আছে যেসব বিশ্ববিদ্যালয়ে; ব্র্যাক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি চিটাগাং, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি, গণ বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্দান ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ;

 আশা ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, হামদর্দ বিশ্ববিদ্যালয়, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, সোনারগাঁও ইউনিভার্সিটি, ফেনী ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, নটর ডেম বিশ্ববিদ্যালয়, টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি, আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ‌্যান্ড টেকনোলজি, রবীন্দ্র মৈত্রি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি।

শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের কোনো তথ্য ইউজিসির ৪৬তম বার্ষিক প্রতিবেদনে দেয়া হয়নি।  বিশ্ববিদ্যালয়টিতে ৭৮ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ২৩ জন।