শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩০ শিক্ষার্থী

মুজিববর্ষ উপলক্ষে চালু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলধারী ৩০ জন প্রথমবারের মতো পাচ্ছেন এ স্বর্ণ পদক।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার অ্যাওয়ার্ড পাচ্ছেন স্নাতক (সম্মান) কোর্সের ২৬ জন এবং স্নাতক (পাস) কোর্সের ৪ জন। ওই ৩০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জনই ছাত্রী।

এছাড়া, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী চারজনকে নগদ অর্থ ও সনদ দেওয়া হবে। আগামীকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ড. হারুন-অর-রশিদ।

ভাইস চ্যান্সেলর'স অ‌্যাওয়ার্ড পাচ্ছেন—স্নাতক (সম্মান) কোর্সের সাজেদুর রহমান (রাজশাহী কলেজ), জুঁই সেন (চট্টগ্রাম কলেজ), আবু তাকী (সরকারি আজিজুল হক কলেজ), শাহানাজ আক্তার (সরকারি তোলারাম কলেজ), মোছা. মাহফুজা খাতুন (সরকারি মাইকেল মধুসূদন কলেজ), তনয়া খানম (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তন্ময় বৈদ্য (বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ), নাওসাবা বুলিয়া (লালমাটিয়া মহিলা কলেজ), প্রিসিলা পারভীন প্রভা (ঢাকা সিটি কলেজ), মোসা. হাবিবা খাতুন হাসি (রাজশাহী কলেজ), সাদিয়া রহমান (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), উজ্জ্বল হোসেন (সরকারি আজিজুল হক কলেজ), তহমিনা আফরোজ বন্ধন (তেজগাঁও কলেজ), মৌসুমী খাতুন (রাজশাহী কলেজ), মাহামুদা আক্তার (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), হাসনাত জাহান ইভা (মাদারীপুর সরকারি কলেজ), সম্পা রানী (দিনাজপুর সরকারি কলেজ), মোছা. কুইন আরা (মাগুরা নাজির আহমেদ কলেজ), শোয়েব আহমেদ (বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ), মোসা. মৌসুমী আক্তার (লালমাটিয়া মহিলা কলেজ), তানিয়া নাসরিন (নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ), পূজা দত্ত (গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ), লিমা সিদ্দিক (কুমুদিনী সরকারি কলেজ), তাসনিম আক্তার (সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ) ও নাছরিন আক্তার (নোয়াখালী সরকারি কলেজ)। স্নাতক (পাস) কোর্সের চারজন হলেন—জবাশ্রী তালুকদার (চট্টগ্রাম হাটহাজারী কলেজ), মোছা. রক্সিমা খাতুন (রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ), সীমা আক্তার (কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা কলেজ) ও নাবিলা (শরীয়তপুরের এম এ রেজা কলেজ)।