শিক্ষা

অগ্রাধিকার ভিত্তিতে সব শিক্ষক-শিক্ষার্থীর করোনার টিকা চায় ঢাবি

সব শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকা দেওয়ার আশ্বাসও মিলেছে। তবে চূড়ান্তভাবে এখনো কিছুই জানায়নি মন্ত্রণালয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাবি সূত্রে জানা গেছে, শিক্ষকরা করোনার ঝুঁকি মাথায় নিয়েই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের নিয়মিত অফিস করতে হয়। এছাড়া আগামী মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করবে। তাই সবার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে ঢাবিতে ভ্যাকসিন দিতে চিঠি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রহিম জানান, শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই করোনার টিকা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। মৌখিকভাবে তারা আমাদের ভ্যাকসিন দেবেন বলে আশ্বস্ত করেছেন।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ীই সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। এর বাইরে অন্য কোনোভাবে করোনার টিকা কাউকে দেওয়া সম্ভব হবে না বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।