শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু মে মাসে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক হবে। সেখানে মে মাসের ১৫ তারিখের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ঢাবি’র উপাচার্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জানাবেন।

এ প্রসঙ্গে ডিনস কমিটির এক সদস্য বলেন, ‘আগামী ২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। প্রস্তাব অনুযায়ী, প্রথমে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২১ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই ইউনিটের পরীক্ষা হবে। ২২ মে ‘খ’ ইউনিটের, ২৭ মে ‘গ’ ইউনিটের, ‘ঘ’ ইউনিটে ২৮ মে এবং ৫ জুন ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে।’

ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক আছে। বৈঠকটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কে কবে ভর্তি পরীক্ষা নিতে চান, তা জানাবেন। সবাই সমন্বিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’