শিক্ষা

ভিকারুন্নিসায় আদায় করা অতিরিক্ত ফি মাসিক ফির সঙ্গে সমন্বয় হবে

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে জানুয়ারি মাসে উন্নয়ন ফি বাবদ আদায় করা অর্থ মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ কামরুন নাহার।

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাসিক বেতনের বাইরে অন্য কোনো উন্নয়ন ফি নেওয়া যাবে না বলে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু সেটি না মেনে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতনের পাশাপাশি উন্নয়ন ফি আদায় করা হয়েছে। এ নিয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ড এ বিষয়ে জানতে চায়। পরে এসব উন্নয়ন ফি পরের মাসের মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলে কলেজ প্রশাসন থেকে জানানো হয়।

ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হবে না। চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে যে উন্নয়ন ফি আদায় করা হয়েছে, সে অর্থ ফেরত দেওয়া হবে। পরবর্তী মাসের বেতনের সঙ্গে সে অর্থ সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।