শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরও ১ মাস

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) চলমান ছুটি আরও ১ মাস বাড়ানো হয়েছে। আগামী ৩০ মার্চ খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় তিনি বলেন, ‘২৯ মার্চের পর আর ছুটি বাড়ানো হবে না। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলবে। যথাযথ স্বাস্থ‌্যবিধি মেনে ক্লাস চলবে।’

এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে ২৪ মে।

স্কুল-কলেজ কবে খোলা হবে, সে বিষয়ে আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠক শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।