শিক্ষা

অভিযোগের জবাব দেবেন নাজমুল আহসান কলিমউল্লাহ

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ও সঠিক বক্তব্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ‘বেরোবির উন্নয়ন প্রকল্পে অনিয়ম পেয়েছে ইউজিসি’ এই শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি খবর বেরিয়েছে।  খবরে বলা হয়েছে, ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের সত্যতা খুঁজে পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ এনে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দিয়েছে উচ্চশিক্ষার তদারক এ সংস্থা।’

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যার জন্য অধ্যাপক কলিমুল্লাহ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।