শিক্ষা

প্রাথমিক স্কুল খোলার প্রস্তুতি ৭৫ শতাংশ সম্পন্ন

স্বাস্থ্যবিধি বজায় রেখে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, আগামী ৩০ মার্চ খুলবে দেশের স্কুল-কলেজ-মাদ্রাসা। সেটি মাথায় রেখে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহামারিতে দীর্ঘ এক বছর ধরে বন্ধ এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এতে বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তৈরি হয়েছে। সেগুলো সমাধানে দ্রুত কাজ করা হচ্ছে। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা, পেইন্টিং, রং করাসহ নানা কার্যক্রম চলমান। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুরুল আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আগে থেকেই চলছে। যেসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত নানাবিধ সমস্যা আছে, আমাদের জেলা কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো খোঁজ নেওয়া হয়েছে। এছাড়া উপজেলা কর্মকর্তারাও আমাদের যেসব তথ্য দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের বার্ষিক উন্নয়ন ভাতা হিসেবে প্রতিষ্ঠানপ্রতি বাজেট থাকে ১ লাখ টাকা। বছরের প্রথম ছয় মাসে ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও আমরা সেখানে এক লাখ টাকা দিচ্ছি। যাতে উন্নয়নকাজ কোনোভাবে ব্যাহত না হয়। ইতোমধ্যে আমাদের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামীতে স্কুল খোলার আগেই আমাদের পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব। এক্ষেত্রে আমাদের শিক্ষা কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সহযোগিতা করছে।