শিক্ষা

প্রাথমিকের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো

প্রাথমিকের উপবৃত্তি জন‌্য নগদের সার্ভারে শিক্ষার্থীদের সুযোগ দিতে ১০দিন সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ‌্যে বাদপড়া শিক্ষার্থীরা ডাটা এন্ট্রি করতে পারবে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 

দেশের সব বিভাগীয় শিক্ষা অফিস, জেলা অফিসে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২০ সালের  জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১ম ও ২য় কিস্তির সুবিধাভোগীদের তথ্য উপবৃত্তি ‘নগদ’ পোর্টালে আপলোডের জন্য ১৫ মার্চ থেকে ২৫মার্চ পর্যন্ত বাড়নো হয়েছে। এ সময় নগদের পোর্টাল উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না।

বলা হয়েছে, ২০১৯-২০২০ অর্থবছরের ৪র্থ কিস্তির (এপ্রিল-জুন/ ২০২০) উপবৃত্তির অর্থ বিতরণের সময় ১ম ধাপে সুবিধাভোগীদের তথ্য ও ২য় ধাপে চাহিদাপত্র এন্ট্রি করা হয়েছিল। দু’টি পর্যায়ে কাজ করতে বেশি সময়ক্ষেপণ হয়েছে। এজন্য এখন হতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একবারেই চাহিদাসহ সুবিধাভোগীদের তথ্য এন্ট্রি করতে হবে।

এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকলে ডাটা এন্ট্রির নির্ধারিত সময়ের আগেই প্রধান শিক্ষককে জেলা মনিটরিং কর্মকর্তা, নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা প্রকল্প কার্যালয়ে যোগযোগ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।