শিক্ষা

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ঢাবির উপ-উপাচার্য

টিকা নেওয়ার এক মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শুক্রবার (১২ মার্চ) অধ্যাপক মাকসুদ কামাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনার কিছু লক্ষণ দেখা দিলে টেস্ট করাই। টেস্টের ফল পজিটিভ এসেছে। বর্তমানে আমি বাসায় কোয়ারেন্টাইনে রয়েছি। তবে জটিল কোনো সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘আমি গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলাম। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) আমার করোনা ধরা পড়ে।’