শিক্ষা

১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ি প্রধানরা

সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ির প্রধান শিক্ষকরা। এ বিষয়ে আগামী এপ্রিল মাস থেকে অনলাইনে আবেদন নেওয়ার পরিকল্পনা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

ইবতেদায়ির প্রধানরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন পাচ্ছেন না। নীতিমালায় ১১তম গ্রেডে বেতনের কথা বলা হলেও ১৫তম গ্রেডে বেতন পাচ্ছেন। আড়াই বছর আগে জারি হওয়া এমপিও নীতিমালায় তাদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে তা বাস্তবায়ন হয়নি। পরে মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন করা হয়। 

গত ২৩ নভেম্বর এ নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও ইবতেদায়ি প্রধানদের বেতন জটিলতা নিরসন হচ্ছিল না। গত ২৪ ফেব্রুয়ারি ইবতেদায়ি প্রধানদের ১১তম গ্রেডে বেতন দিতে ফের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তবে কোন মাস থেকে তারা ১১তম গ্রেডে বেতন পাবেন তা জানা যায়নি।