শিক্ষা

জালটাবের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)-এর পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮ টায় অনলাইন (জুম) মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)- এর এই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জালটাবের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম স্বাগত বক্তৃতা দেন। এরপর জালটাব সাধারণ সম্পাদক কোকোরোযাশি এন্ড কাযুকো ভূঁইয়া জাপানিজ কালচারাল সেন্টারের প্রিন্সিপাল কুনিয়াকি ওকাবায়াশি বার্ষিক বিবরণী পেশ করেন। সবশেষে জালটাব সভাপতি ড. আলমের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নিয়মিতভাবে ‘স্টাডি সেশন’ এবং ‘শিক্ষক প্রশিক্ষণ’ আয়োজনের ওপর জোর দেন।

সভায় বক্তারা বলেন, আগামী বছর বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ মাইলফলককে সামনে রেখে বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা বিস্তারের মাধ্যমে বন্ধুপ্রতিম এই দু’দেশের বন্ধন আরো সুদৃঢ় করতে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

ওকাবায়াশির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে জালটাবের পঞ্চম এজিএম-এর সমাপ্তি ঘোষণা করা হয়।