শিক্ষা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা: ৩ দিনে আবেদন দেড় লাখ

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। ১ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন।

শনিবার (৩ এপ্রিল) দুপুর পর্যন্ত প্রায় দেড় লাখ আবেদন জমা হয়েছে বলে জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘অনলাইনে আবেদন শুরু হওয়ার পর ওয়েবসাইটে তেমন কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। শনিবার দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত ১ লাখ ৪১ হাজারের বেশি আবেদন এসেছে।’

তিনি বলেন, ‘কোনো ধরনের ভোগান্তি ছাড়া ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা  আবেদন করছেন। আমাদের একটি টেকনিক্যাল টিম নিয়মিত মনিটরিং করছে। কোনো ধরনের অভিযোগ এলে সেগুলো স্বয়ঃক্রিয়ভাবে সমাধান করা হচ্ছে। যেসকল অভিযোগ আসছে তার মধ্যে আবেদনের জন্য যোগ্যতা না থাকায় তার তথ্য দেখানো হচ্ছে না, আবার কারো জিপিএ পরিবর্তন হলেও তা টেলিটকে আপডেট না হওয়ায় তথ্য পাওয়া যাচ্ছে না।  দ্রুত সময়ের মধ্যে এসব প্রার্থীদের সমস্যা সমাধান করা হবে।’