শিক্ষা

ভুয়া ইনডেক্স দেখিয়ে এমপিওভূক্তি, কর্মকর্তাকে বদলি

ভুয়া ইনডেক্স দেখিয়ে জালিয়াতি করে এমপিওভুক্ত হয়েছেন রাজধানীর টি অ‌্যান্ড টি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মহসিন হোসেন। তদন্ত করে এর প্রমাণ পায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। তদন্তে ভুয়া ইনডেক্স নম্বর দেখিয়ে এমপিওভুক্ত হলেও এর আগে তার কোনো ইনডেক্স ছিল না বলে প্রমাণ মিলেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ‌্য নিশ্চিত করে জানায়, পরে ওই শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি অধ্যক্ষকে শোকজ করতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরকে। একই সঙ্গে নিয়োগ কমিটিতে জড়িত শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং পরবর্তী সময়ে এমপিওভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট উপপরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে।

এরই মধ্যে গত সপ্তাহে মাউশির ঢাকা অঞ্চলের উপপরিচালক সাখাওয়াত হোসেন বিশ্বাসকে বান্দরবানে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র বলেছে, এই কর্মকর্তার অনিয়মের কারণে শাস্তিমূলক বদলি করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ওই শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রয়েছে।

এ ঘটনায় নিয়োগ কমিটির সঙ্গে জড়িত শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি ও এমপিওভুক্তির সঙ্গে জড়িত ঢাকা অঞ্চলের উপপরিচালক ফেঁসে যাচ্ছেন। এ দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।