শিক্ষা

‘পরিস্থিতি স্বাভাবিক না হলে জেএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টে মূল্যায়ন’

করোনা পরিস্থিতিতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি বছরের মতো আগামী ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হলে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষাও অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বুধবার (২৬ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উল্লেখ্য, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে গত বছরের জেএসসি পরীক্ষার ফল অ‌্যাসেসমেন্ট মাধ্যমে মূল্যায়ন করা হয়েছিল। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছর এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করবে। তারপর পরীক্ষায় অংশ নেবে।’

এর আগে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। আমাদের সেই প্রস্তুতি আছে।’