শিক্ষা

মাধ্যমিকে সহকারী শিক্ষকের ২ হাজার পদ খালি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২১০০ সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। তবে চূড়ান্ত সুপারিশের ৮ মাস অতিবাহিত হলেও এখনো নিয়োগ আটকে আছে। এই অবস্থার মধ্যেই আরো ২ হাজার সহকারী শিক্ষকের পদ খালি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে নতুন জাতীয়করণসহ মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩টি। এর মধ্যে প্রধান শিক্ষকের ২৩৩টি পদ শূন্য। এসব পদে সহকারী প্রধান শিক্ষক অথবা জ্যেষ্ঠ কোনো সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী প্রধান শিক্ষকের পদ খালি ১৫২টি। বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২ হাজার ১৮২টি। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার পদ খালি রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে।

সহকারী শিক্ষকের শূন্যপদের মধ্যে রয়েছে- বাংলায় ৫০৫, ইংরেজিতে ১৭৫, গণিতে ২০৫, সামাজিক বিজ্ঞানে ৮৩, ভৌতবিজ্ঞানে ১৮০, জীববিজ্ঞানে ২২৭, ব্যবসায় শিক্ষায় ৭৪, ভূগোলে ১১১, চারুকলায় ১৫৭, শারীরিক শিক্ষায় ১০৮, ইসলাম ধর্মে ২৪৩ ও কৃষিশিক্ষায় ৭৭টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।

মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, বর্তমানে মাধ্যমিকে একটি নিয়োগ চলমান রয়েছে। আশা করছি দ্রুতই সেটি শেষ হবে। এরপর ২০২৩ সাল পর্যন্ত কেমন পরিমাণ শূন্যপদ হতে পারে তার চাহিদা নেওয়া হবে। সেটার ভিত্তিতে পৃথক বিজ্ঞপ্তি অথবা বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষক নিয়োগও একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। শিক্ষকের এ সংকট এক দিনেই সমাধান করা সম্ভব নয়। কর্মরত যেসব শিক্ষক রয়েছেন, তাদের সুষমভাবে পদায়ন করা গেলেও কিছুটা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।