শিক্ষা

ভেরিফিকেশনের জন‌্য ৩৮ হাজার শিক্ষকের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত‌্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ পাওয়া ৩৮ হাজার শিক্ষকের তালিকা পুলিশ ভেরিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তালিকা জেলায় জেলায় পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, ভেরিভিকেশন হতে কত দিন লাগবে, তা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ডা. সৈয়দ ইমামুল হোসেন বলেন, ‘সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তালিকা চলতি সপ্তাহে পুলিশ ভেরিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তবে, কত দিন লাগবে, তা নিশ্চিত নয়। তাছাড়া, অন্য মন্ত্রণালয়ের বিষয় আমরা বলতে পারি না।’

দীর্ঘদিন ঝুলে থাকার পর গত ১৫ জুলাই শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজারের বেশি শূন‌্য পদ থাকলেও আবেদন না করায় এবং যোগ্য প্রার্থী না থাকায় ৩৮ হাজার ২৮৬ পদে নিয়োগের জন‌্য সুপারিশ করে এনটিআরসিএ। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জন এবং নন-এমপিও প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং নারী কোটার ৬ হাজার ৭৭৭টি পদে প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদের ফল দেওয়া সম্ভব হয়নি।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কোনো ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই করতে ভেরিফিকেশন করা হয়। এজন‌্য স্থানীয় প্রশাসনকে চিঠি দেবে এনটিআরসিএ।

এনটিআরসিএর কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এছাড়া, অনেকের নামে বিভিন্ন মামলা আছে। তাদের বিষয়ে যাচাই করতেই পুলিশ ভেরিফিকেশন করা হবে। বৃহস্পতিবার রাতে ৫৪ হাজার শিক্ষকের নিয়াগের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নির্দেশনা দেন।

এনটিআরসিএ থেকে জানা যায়, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা প্রার্থীদের সব তথ্য নেওয়া হয়েছে টেলিটক থেকে। পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি শিক্ষকদের নতুন একটি তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই তালিকা যাচাই শেষে কিছু তথ্য সংশোধন করে বিভাগ অনুযায়ী নতুন তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন তালিকা পাঠানো হয়। সেই তালিকা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।