শিক্ষা

৭ কলেজের চূড়ান্ত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু: সময় অর্ধেক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে। পাশাপাশি চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টায় নেওয়া হবে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

অধ্যাপক সেলিম উল্লাহ জানান, ফরম ফিলআপ হয়েছে এমন পরীক্ষাসমূহের রুটিনও দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা হবে এবং যত দ্রুত সম্ভব সব পরীক্ষা শেষ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হবে। ১ম ও ২য় বর্ষে যারা তিন বিষয়ে ফেল করেছে, তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণিতে উর্ত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী রোববার সাত কলেজের টিকার তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করা হবে।