শিক্ষা

ঢাবি শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

ক্যাম্পাস প্রতিবেদকঢাবি, ২৭ মার্চ : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বাংলা প্রভাষক পদে ভাষাবিজ্ঞান ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের সমান কোটা বাতিলের দাবিতে মুখে কালো ব্যাজ ধারণ করে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপাজেয় বাংলার পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল আবার অপরাজেয় বাংলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছাড়াও ইডেন কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ এবং কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় যে অযৌক্তিক প্রস্তাব পাস করতে যাচ্ছে আমরা এটি মানি না, মানতে পারি না। এটি একটি কালো আইন। আমরা এর প্রতিবাদে আজ মুখে কালো ব্যাজ ধারণ করেছি। আমরা এ অযৌক্তিক আইনের তীব্র প্রতিবাদ জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’ এসময় এর প্রতিবাদে আগামী ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সারা দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে বলে জানান আন্দোলকারী শিক্ষার্থীরা।    রাইজিংবিডি/ইয়ামিন/দিলারা